একটু থামে একটু চলে


প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৪ মার্চ ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। টাঙ্গাইলের দিকে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকার দিকে থেমে থেমে চলছে গাড়ি। টানা তিন দিনের বন্ধ থাকায় বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। আর এ কারণেই মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

রাত ১২টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় শ্যামলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুটি যানই রাস্তায় বিকল হয়ে যায়।

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ২০ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয় যানজট। পরে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত দুটি যান মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

পুলিশ সূত্র জানান, দুই দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববার স্বাধীনতা দিবসের ছুটি থাকায় দেশের বিভিন্ন স্থানে কর্মরত চাকরিজীবী ও ব্যবসায়ীরা বাড়ি যাচ্ছেন। এজন্য বৃহস্পতিবার বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। এ কারণে গাড়ির স্বাভাবিক গতি কমে গিয়ে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় ধরে যানবাহনে বসে থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, টাঙ্গাইলের দিকে যানবাহন চলাচল করলেও কালিয়াকৈর এলাকায় গাড়ি কম চলার কারণে ঢাকার দিকে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

এস এম এরশাদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।