লালমনিরহাটে বিদ্যুৎ অফিসে আগুন, ৫ উপজেলা অন্ধকার
লালমনিরহাট জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগের মূল গ্রিডের ১৩৩ কেভিতে আগুন লাগায় জেলার ৫ উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাপ্টানায় অবস্থিত মূল গ্রিডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাপ্টানা এলাকায় দুপুরে হঠাৎ মূল গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
এ অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে বিদ্যুৎ বিভাগ ।
এর আগে মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার ১৩৩ কেভি থেকে তার ছিড়ে গিয়ে পুরো উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
সাপ্টানা বাজারের শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎ অফিসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছিল। অনেকে ঘর থেকে বেড়িয়ে রাস্তায় চলে আসে।
লালমনিরহাট পল্লী বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপক রেজ্জাকুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও যানা যায়নি। খুব দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাজ চলছে।
রবিউল/এমএএস/পিআর