ঠাকুরগাঁওয়ে ১০ সংবাদকর্মীকে বিজিবি’র সম্মাননা


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৯ মার্চ ২০১৭

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ জন সংবাদকর্মীকে সম্মাননা দিয়েছে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে সংবাদকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

বিভিন্ন সময় বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সঠিক ও নির্ভুল খবর তুলে ধরার জন্য এসব সংবাদকর্মীকে সম্মাননা দেয়া হলো।

সম্মাননা পাওয়া সংবাদকর্মীরা হলেন, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রিন্ট মিডিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভির হাসান তানু, ইলেক্ট্রনিক মিডিয়ায় এটিএন বাংলার প্রতিনিধি ফিরোজ আমিন সরকার ও স্থানীয় ক্যাটাগরিতে দৈনিক লোকায়নের গোলাম সারোয়ার সম্রাট। এছাড়াও বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক করতোয়া’র মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার আব্দুল লতিফ, দৈনিক ইনকিলাবের রফিকুল ইসলাম, চ্যানেল ২৪ এর মামুনুর রশিদ এবং সময় টেলিভিশনের জিয়াউর রহমান বকুল।

সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস, ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাফুজ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়াল লালন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, নারী নেত্রী তাহমিনা আক্তার মোল্লা প্রমুখ।

রবিউল এহসান রিপন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।