৫০ হাজার টাকায় বিক্রি হলো মাছটি


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৯ মার্চ ২০১৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের বিশাল একটি বাঘা আইড় মাছ। বুধবার বিকেলে তিস্তা ব্যারাজ এলাকায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

পরে জেলেরা স্থানীয় সাধুরবাজারে মাছটি নিয়ে এলে উৎসুক মানুষ মাছটি দেখার জন্য ভিড় জমায়। জেলেরা মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেন। মাছটি প্রতি কেজি বিক্রি হয় এক হাজার টাকা দরে।

তিস্তা পারের জেলে কাশেম আলী জানান, বাঘা আইড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। মাছটি সাধুর বাজারে বিক্রি করেছি।

রবিউল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।