মাগুরায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
মাগুরার আঠারোখাদা গ্রামে শাওন শেখ (১৮) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাওন শেখ পার্শ্ববর্তী নিজনান্দুয়ালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকাত শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শাওন শেখ নিজের ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। রাতে ইজিবাইক চালানোর সময় দুর্বৃত্তরা তাকে খুন করে রাস্তার ধারে ফেলে রেখে যায়।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে।
এসএস/একে/আরআই