জনস্বার্থে দুই ওসিকে বদলি!


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২১ এপ্রিল ২০১৫

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগোনিউজকে বলেন, দুই থানার ওসিকে বদলির অফিস আদেশ আমরা দুপুরে পেয়েছি। জনস্বার্থে ইকবাল হোসেনকে বান্দরবান ও মঞ্জুরুল হক আকন্দকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, লক্ষ্মীপুর সদরে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিসহ আইন-শৃঙ্খলার অবনতির কারণে ইকবাল হোসেনকে এবং রায়পুরে জামায়াত-শিবির প্রীতির কারণে মঞ্জুরুল হক আকন্দকে শাস্তিমূলক বদলির আদেশ দেয়া হয়।

এমজেড/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।