মাগুরা সদর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ (৭২) বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...............রাজীউন)। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার মাগুরা শহরের আদর্শ কলেজ মাঠে ও সিরিজদীয়া স্কুল প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে সিরিজদীয়া গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
এসএস/এএইচ/পিআর