হাসপাতাল থেকে শিশুসহ রোগী চুরি


প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৩ এপ্রিল ২০১৭

লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবার শিশুসহ নুর বানু (২৮) নামে এক রোগী চুরি হয়েছে। এ ঘটনায় রোববার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হামজা।

চুরি হওয়া গৃহবধূ নুর বানু কালীগঞ্জ উপজেলার মালগাড়া বালাটারী এলাকার এনামুল হক রেয়াজুলের স্ত্রী এবং আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিভার গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার নুর বানুকে কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে পার্শ্ববর্তী আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ গত রোববার দিনভর তাকে পাওয়া যায়নি।

অবশেষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হামজা বাদী হয়ে রোগী নুর বানু নিখোঁজের বিষয়ে আদিতমারী একটি থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ গৃহবধূ নুর বানুর বাবা জয়নাল উদ্দিন জানান, যৌতুকের দুই লাখ টাকা আর একটি মোটরসাইকেলের বায়না ধরে নুর বানুর স্বামী এনামুল হক রেজাউল। যৌতুকের টাকা না পেয়ে নুর বানুকে নির্যাতন করতো স্বামী ও শাশুড়ি।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নুর বানুকে ওই বাড়ি থেকে উদ্ধার করে ২৩ মার্চ পার্শ্ববর্তী আদিতমারী হাসপাতালে ভর্তি করেন। এ হাসপাতাল থেকে চুরি হয় নুর বানু ও তার ছোট শিশু।

নুর বানুর বাবা জয়নাল আরও জানান, ঘটনাটি ভিন্নখাতে নিতে ও মিথ্যা মামলায় হয়রানি করতে আসামিরাই তার মেয়ে নুর বানুকে সন্তানসহ চুরি করা হয়েছে।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, নুর বানু হাসপাতাল থেকে নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। যা বিভিন্ন থানায় বার্তা পৌঁছানো হয়েছে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. আমিরুজ্জামান জানান, প্রায় দিনই রোগীরা কর্তব্যরত চিকিৎসকদের না বলেই চলে যায়। ওই ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

রবিউল হাসান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।