ঝিনাইদহে গাঁজাসহ সাবেক ইউপি সদস্য আটক


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রাম থেকে গাঁজাসহ আব্দুস সালাম শান্তি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার বিকেলে শান্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুস সালাম শান্তি ওই গ্রামের মৃত শাহাদত হোসেন মণ্ডলের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বর।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, দুপুরে মাঝদিয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুস সালাম শান্তিকে এক কেজি আড়াইশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

অভিযানে এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা , সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।