মাগুরায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, নিখোঁজ এক
মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী চরপাড়া এলাকায় নৌকা ডুবিতে উসরাত (১৭) নামে এক কলেজছাত্রী মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছের মুমু (১৫) নামে আরেক স্কুলছাত্রী। জীবিত উদ্ধার হয়েছে তিনজনকে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃতদের মধ্যে মৌ (১৯) নামে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। হতাহত ও নিখোঁজ সকলের বাড়ি মাগুরা শহরের নতুন বাজার এলাকায়। তারা সকলেই একই পরিবারের সদস্য।
নিহতে চাচা শহিদুল ইসালম জানান, উসরাত ও তার দুই চাচাতো বোন মৌ এবং মুমু, ফুফু জরিনা, ফুফাতো ভাই জয়কে সঙ্গে নিয়ে শহরতলীর পানান্দুয়ালী চরপাড়া এলাকায় আরেক ফুফু বাড়িতে বেড়াতে যান। বিকেল ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নৌকায় ওঠেন তারা। এর কিছুক্ষণ পর ভারসাম্য হারিয়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় জয় ও জরিনা সাতরে কূলে উঠতে সক্ষম হলে উসরাত, মৌ ও মম নিখোঁজ হন। পরে এলাকাবাসী ও দমকল কর্মীরা এসে উসরাতের মরদেহ ও অচেতন অবস্থায় মৌকে উদ্ধার করে মাগুরা সদর হাপাতালে ভর্তি করে।
উসরাত মাগুরা শহরের সানমুন ক্লিনিকের মালিক বাবর আলীর মেয়ে। তিনি মাগুরা সরকারি মহিলা কলেজের ছাত্রী। আহত মৌ ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার আপন বোন নিখোঁজ মুমু মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। তাদের বাবা ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মী।
মাগুরা দমকল বাহিনীর কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তারা একটি মরদেহ ও জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করেছেন। নিখোঁজকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিএ/আরআইপি