বড়হাটে নিহত তিন জঙ্গির দাফন সম্পন্ন


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৫ এপ্রিল ২০১৭

মৌলভীবাজারের বড়হাট জঙ্গি আস্তানায় অভিযানে নিহত তিন জঙ্গির মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে আশরাফুল আলম নাজিম (২২) ছাড়া বাকি দুইজনের মরদেহ শনাক্ত করতে না পারায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের পৌর এলাকার টিকরবাড়ি কবরস্থানে তিন জঙ্গির মরদেহ দাফন করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, তিন জঙ্গির মধ্যে আশরাফুল আলম নাজিমের মা মনোয়ারা বেগম ছেলের মরদেহ শনাক্ত করতে পারেছেন। ছিন্ন ভিন্ন হওয়ায় বাকি দুইজনের মরদেহ শনাক্ত করতে পারেনি তাদের স্বজনরা। তবে সবাই মরদেহ নিতে অস্বীকৃতি জানায়।

মরদেহ দাফনের সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কুরবান আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ, পৌরসভার প্রকৌশলী আব্দুল মুমিন ও আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে বড়হাটে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এখানে সোয়াটের অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলাকালে এক নারী ও দুই পুরুষ জঙ্গি আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যায়।

এআরএ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।