ঝিনাইদহে দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৬৩
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ২ জামায়াত কর্মীসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে সদর থেকে ১ জামায়াত কর্মীসহ ১৮ জন, শৈলকুপা থেকে ৮ জন, হরিণাকুন্ডু থেকে ৮ জন, মহেশপুর থেকে ৬ জন, কালিগঞ্জ থেকে ১৫ জন ও কোটচাঁদপুর থেকে ১ জামায়াত নেতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি