সুন্দরবনে পুলিশের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৬ এপ্রিল ২০১৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের নৌ পুলিশের সঙ্গে বনদস্যু জোনাব বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের উলোখালি খালে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে দুটি পাইপগান ও দুটি ট্রলার উদ্ধার করেছে নৌ পুলিশ।

সুন্দরবনের রায়নগর পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাশ জানান, বনদস্যু জোনাব বাহিনীর অবস্থান নিশ্চিত হয়ে নৌ পুলিশ ও বনবিভাগ এক সঙ্গে সেখানে অভিযান চালায়। এ সময় দস্যুরা গুলি চালালে নৌ পুলিশ ও বনবিভাগ পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি পাইপগান ও দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।