৩ কৃষকের দেড়শো কলার কাঁদি কর্তন


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চাঁদপুর গ্রামে ৩ কৃষকের দেড়শো কলার কাঁদি কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।

এলাকাবাসী জানান, বুধবার রাতে কে বা কারা ওই গ্রামের কৃষক জামিরুল ইসলাম বল্টু, মিল্টন সর্দার, ও শফি সর্দারের দেড়শো কলার কাঁদি কেটে দেন। সকালে তারা মাঠে এসে দেখেন কলার কাঁদি মাটিতে পড়ে আছে।
 
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান (বিপিএম, পিপিএম) জাগো নিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।