হাতীবান্ধায় বিদ্যুৎ অফিস ঘেরাও
লালমনিরহাটের হাতীবান্ধায় পিডিবি (বিদ্যুৎ বিভাগের) গাফিলতির কারণে বিদ্যুতায়িত হয়ে ভেলাগুড়ির চারজনের মৃত্যু হয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে স্থানীয় জনতা।
পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা দইখাওয়া মোড় এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে মানববন্ধনে চার ইলেকট্রেশিয়ানের হত্যার বিচারসহ হাতীবান্ধা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম সিরাজের অপসরণের দাবিতে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক ভুট্টু, সম্পাদক আমিনুল রহমান ডন, ইলেকট্রেশিয়ান সমিতির সভাপতি আলতাব হোসেন বাবু, সাবেক সভাপতি আবু সাঈদ মিল্টন ও সম্পাদক আজিজুল ইসলাম বাবু।
উল্লেখ্য, হাতীবান্ধা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলামের নির্দেশে গত ৫ এপ্রিল উপজেলার ভেলাগুড়ি কাছিম বাজারের ১১ হাজার ভোল্টেজের লাইনে ছিঁড়ে পড়া তার মেরামত করতে যান ওই এলাকার ইলেকট্রেশিয়ানরা। কাজ শুরুর সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দিলেও কাজ শেষ না হতেই কোনো রকম সংকেত ছাড়াই সঞ্চালন লাইন চালু করায় ঘটনাস্থলেই কলেজছাত্রসহ চারজনের মৃত্যু হয়।
রবিউল হাসান/এআরএ/এমএস