ঝিনাইদহে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই যুবক মাদক ব্যবসায়ী


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৮ এপ্রিল ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের একটি ধানখেত থেকে শনিবার সকালে গুলিবিদ্ধ যে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় মিলেছে।

এরা হলেন- শহরের ব্যাপারীপাড়া ঢাকালে পট্টির আব্দুল মজিদের ছেলে মফিজুর রহমান (২৮) এবং একই পাড়ার কোরবান আলীর ছেলে মানিক (২৬। নিহতরা সম্পর্কে মামাতো ভাই।  মফিজ ও মানিক এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নিহত মানিক ও মফিজ এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। সম্প্রতি ঝিনাইদহে প্রসাশনের মাদকবিরোধী ব্যাপক অভিযানের কারণে নিহতরা এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছিল। আজ সকালে সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রাস্তার দুই ধারের ধানখেতের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

উল্লেখ্য, নিহত মফিজের ছোট ভাই তরিকুলকে গত কয়েক বছর আগে ঝিনাইদহের গুলশানপাড়ায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।