তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি: গৃহবধূর রগ কর্তন


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

কুমিল্লার মুরাদনগরে ৩ প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দল সুমী আক্তার নামের এক গৃহবধূর দুই হাতের রগ কেটে দিয়েছেন। লুটে নিয়েছেন অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল। শুক্রবার গভীর রাতে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের পাকদেওড়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের তিন প্রবাসীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
 
জানা যায়, মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের পাক দেওড়া গ্রামে গভীর রাতে প্রবাসী হাজী বাশার ভূঁইয়া, প্রবাসী জলিল মিয়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল বাড়ির লোকজনকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেন। চাবি দিতে দেরি করায় এ সময় ডাকাতরা ছুরিকাঘাত করে সুমী আক্তার নামের এক গৃহবধূর দুই হাতের রগ কেটে দেন। তাকে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ডাকাতির খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।