সাতক্ষীরায় গুলিতে যুবলীগ নেতা নিহত


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১১ এপ্রিল ২০১৭

সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন (৩০) নিহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় তার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের চাচা নজরুল ইসলাম জানান, সরকারি কলেজের পাশে রাজারবাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে কবির হোসেন। সোমবার রাতে আকস্মিকভাবে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক কবিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, একইভাবে কবিরের বাবা সিরাজুল ইসলামকে ২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা । এরপর থেকে সিরাজুলের ছেলে কবির শহরের মধ্যে ভাড়া বাড়িতে থাকতো। সিরাজুলের হত্যাকারী কবির, আজগার, মুকুল, নাজমুল, শহীদুল, খায়ের  চক্র পরিকল্পিতভাবে কবিরকেও হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জাগো নিউজকে জানান, দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা কবির হোসেন নিহত হয়েছেন। হত্যাকারীদের শনাক্তে অভিযানে নেমেছে পুলিশ। তবে কি কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনো  জানা যায়নি।

আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।