বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু : তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রসহ চারজনের মৃত্যুর ঘটনায় চার সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরে চার সদস্য একটি তদন্তটিম হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিম বাজার এলাকা পরিদর্শন করেন।
লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানে নেতৃত্বে চার সদস্য তদন্ত দল হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকা পরিদর্শন করেন। নিহত ইলেকট্রিশিয়ান খোরশেদ আলম (৪৫) মোবাইল ফোনটি জব্দ করেন। নিহতের চার পরিবারের সদস্যদের কথা শুনেন।
পরে স্থানীয় এলাকাবাসী চার সদস্য তদন্ত টিমের সাথে ঘটনার বিষয়ে কথা বলেন। তদন্ত কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
নিহত মিল্টনের ভাই হাসান রাজীব তদন্ত টিমকে বলেন, হাতীবান্ধা বিদ্যুতের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম সিরাজ, বিল বিতরণকারী লিফটন ও রবিউলসহ বিদ্যুৎ বিভাগের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।
তিনি আরও বলেন, তদন্ত টিম নিহত চার পরিবারের চারজন, প্রত্যক্ষদর্শী তিনজন ও স্থানীয় পাঁচজন নিরপেক্ষ লোকজনের লিখিত বক্তব্য নিয়েছেন। এ সময় তদন্ত টিমের সাথে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লালমনিরহাটের হাতীবান্ধায় ভেলাগুড়ি ইউনিয়নে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রসহ চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার শামছুদ্দিনের ছেলে স্থানীয় ইলেকট্রিশিয়ান খোরশেদ আলম (৪৫), একই এলাকার আজিজার রহমানের ছেলে ইলেকট্রিশিয়ান ফেরদৌস আলম (২৮), গোলাপ মিয়ার ছেলে উকিল (২৫) ও ওই এলাকার জোনাব আলীর ছেলে উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষেরছাত্র মিলটন মিয়া (২৪)।
রবিউল হাসান/এএম/পিআর