ঝিনাইদহে বিএনপিকর্মীসহ আটক ২৩


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৬ এপ্রিল ২০১৫

ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় এক বিএনপিকর্মীসহ বিভিন্ন মামলায় ২৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এসময় শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বড়বাগদিয়া গ্রামের মৃত সুবহান বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার (৫২) কে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন মামলায় শৈলকুপা উপজেলা থেকে আরও ২জন, সদর থেকে ৭জন, কালীগঞ্জ থেকে ৬জন, মহেশপুর থেকে ৫জন ও হরিণাকুণ্ডু থেকে ২জনকে আটক করা হয়েছে।  তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।