মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরার শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে তাজ সুলতানা চম্পা নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চম্পা ওই গ্রামের মিজানুর রহমান মিনুর মেয়ে এবং শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। দুই মাস আগে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, রাতে খাওয়া-দাওয়া নিয়ে চম্পার সঙ্গে তার মায়ের কথা কাটকাটি হয়। এতে অভিমান করে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর