সিরাজগঞ্জ যুবলীগের সম্মেলন আবারও স্থগিত


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন আবারও স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী (১৫ এপ্রিল) শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চীনু।

তিনি জানান, বুধবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুঠোফোনে অনিবার্য কারণবশত এ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের দফতর সম্পাদক মাহবুবুর রহমান জানান, সর্বশেষ ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ বছর পর গত বছর দুই দফায় সম্মেলনের তারিখ ঘোষণা হয়। কিন্তু নির্ধারিত তারিখের আগ মুহূর্তেই ওই সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।