‘আমরা জঙ্গি এবং নেশাকে দূরে সরিয়ে দিতে পারি’


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৩ এপ্রিল ২০১৭

শিক্ষকদের বলেছি, আমরা জঙ্গি এবং নেশাকে দূরে সরিয়ে দিতে পারি। সেই রকম প্রোগ্রাম আমাদের করতে হবে। কারণ যারা নেশার ব্যবসা করে তারা চাইবে যুব সমাজের মধ্যে নেশা ছড়িয়ে দিতে। কিন্তু তাদের এটা যাতে কার্যকরী না হয় সে জন্য আমাদেরকেই উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘আলোকচিত্রে গাইবান্ধা’ শিরোনামে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি।

ফটোগ্রাফারদের তোলা গাইবান্ধার বিভিন্ন স্থানের ছবি নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। প্রদর্শনীতে ২৩ জন ফটোগ্রাফারের তোলা ৫৬টি ছবি স্থান পেয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, গাইবান্ধা ফটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি মো. কুদ্দুস আলম প্রমুখ।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।