পাওনা টাকার জেরে যুবককে হত্যা, আটক ২
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নওগাঁর মান্দায় আব্দুল মালেক (৩২) নামে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
গত ১১ এপ্রিল উপজেলার কশব ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার তিনদিন পর শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে রাজশাহীর ফায়ার সার্ভিস। নিহত আব্দুল মালেক কুড়িয়াপাড়া গ্রামের মৃত রহমান আলী প্রামানিকের ছেলে।
আটকরা হলেন একই গ্রামের মোসলেম আলী সরদারের ছেলে আমিরুল ইসলাম সরদার (৩২) এবং মেহের আলী আকন্দের ছেলে পিন্টু আকন্দ (২৬)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার শিকার আব্দুল মালেক প্রতিবেশী আমিরুল ইসলাম সরদারের কাছে হাওলাতি কিছু টাকা পাওনা ছিল।
পাওনা টাকা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে দ্বন্দ্ব হতো। গত ১১ এপ্রিল রাতে আব্দুল মালেক আবারও পাওনা টাকা চাইতে গেলে বাক-বিতণ্ডার একপর্যায়ে আমিরুল তাকে বেধড়ক মারপিট করে।
এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কৌশলে আমিরুল বাড়ির পাশে একটি কূপের মধ্যে বস্তায় ভরে আব্দুল মালেকের মরদেহ গুম করার চেষ্টা করে।
যুবকের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা আব্দুল মালেককে বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবগত করে। পুলিশ সন্দেহমূলকভাবে প্রতিবেশী আমিরুলকে জিজ্ঞাসাবদে মূল ঘটনা বেরিয়ে আসে।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পাওনা টাকার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে আমিরুল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই যুবকের স্ত্রী ডলি বিবি বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আব্বাস আলী/এএম/পিআর