নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৫ এপ্রিল ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম কুমিল্লা, চাঁদপুর ও মতলবে অভিযান চালিয়ে তাদের গ্রেফেতার করে।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন, কুমিল্লা দাউদকান্দি থানার তুজারভাঙ্গা গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে সোহাগ (২৫) , একই থানার সাতপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা (২৮), উত্তর সতানন্দি গ্রামের আ. রশিদ মেম্বারের ছেলে সোহেল (৩০), সতানন্দি গ্রামের হরিপদ সরকারের ছেলে রঞ্জিত সরকার (৩২) এবং দক্ষিণ সদর থানার মৃত লাল মিয়ার ছেলে ইউনুছ আলী (২৮)।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।