বাঘাইছড়িতে বৌদ্ধভিক্ষুর হাতে বৌদ্ধভিক্ষু খুন


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৭ এপ্রিল ২০১৫

রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে এক বৌদ্ধভিক্ষুর হাতে আরেক বৌদ্ধভিক্ষু খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার শ্রাবন্তী বৌদ্ধ বিহারে ঘটনাটি ঘটেছে।

নিহত বৌদ্ধভিক্ষু জ্ঞানজ্যোতি স্থবির (৭০) ওই উপজেলার গোলাছড়ি এলাকার অধিবাসী মণিলাল চাকমার ছেলে। তিনি করঙ্গ্যাতলী বি-ব্লকের শাবন্তী বৌদ্ধ বিহারে অবস্থান করতেন। একই বৌদ্ধ বিহারের আরেক বৌদ্ধভিক্ষুর ধারালো অস্ত্রের কোপে প্রবীণ বৌদ্ধভিক্ষু জ্ঞানজ্যোতি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টার দিকে শাবন্তী বৌদ্ধ বিহারের ভিক্ষু রাজীব চাকমা আরেক বৌদ্ধভিক্ষু জ্ঞানজ্যোতি স্থবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর থেকে ভিক্ষু রাজীব চাকমা পলাতক রয়েছেন। তবে হত্যাকাণ্ডের আসল রহস্য জানাতে পারেনি পুলিশ।

অবশ্য এলাকাবাসীর একটি সূত্র দাবি করেছে, ভিক্ষু রাজীব চাকমা মানসিক ভারসাম্যহীন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। তবে ধর্মীয় রীতিনীতি এবং পরিবারের সদস্যদের অনাগ্রহের কারণে নিহত বৌদ্ধভিক্ষুর লাশ ময়নাতদন্ত করা হয়নি।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।