নিজেকে আর লুকাতে পারল না সাগর


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৫ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

পরীক্ষায় বহিষ্কার হওয়ার পর পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর কাছে বিভিন্ন কটূক্তি শোনার পর লুকিয়ে থাকত সাগর। সেটা নিয়েও অনেক কথা।

সব জ্বালা-যন্ত্রণা থেকে মুক্ত হতে অবশেষে শুক্রবার গভীর রাতে বিষপান করে আত্মহত্যা করেছে সে। শনিবার সকালে পুলিশ সাগরের লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের। সে ওই গ্রামের ছায়েম আলীর ছেলে। সাগর স্থানীয় জোড়াদহ কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছিল।

পারিবারিক ও পুলিশ সূ্ত্রে জানা গেছে, সাগর গত ৮ এপ্রিল সরকারি লালন শাহ কলেজ কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়। এরপর থেকে তাকে নিয়ে পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী নানা কথা বলতে থাকে। একপর্যায়ে সে নিজেকে সমাজ থেকে লুকিয়ে রেখেছিল। অভিমানে সে ঘর থেকে বের হতো না বলেও পরিবারের লোকজন জানায়।

এরই মধ্যে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় সে বিষপান করে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোকজন জানান।

এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মাহাতাব উদ্দিন জানান।

আহমেদ নাসিম আনসারী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।