পাটগ্রামে বিলুপ্ত ছিটমহল বাউরায় ভোট চলছে


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১৬ এপ্রিল ২০১৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জানা গেছে, উপজেলায় বিলুপ্ত ছিটমহলে নতুন বাংলাদেশিরা এই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ইউনিয়নে ৪টি বিলুপ্ত ছিটমহলের প্রায় দুই শতাধিক নতুন বাংলাদেশি রয়েছেন।

বাউরা ইউনিয়নের প্রায় ১৮ হাজার ৮শ ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সীমানা জটিলতার কারণে এই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে বাউরা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের আয়োজন করা হয়।

এদিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ২নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, পাটগ্রাম উপজেলার বাউড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাবিবুল হক বসুনিয়া উচ্চ আদালতে সীমানা সংক্রান্ত জটিলতার বিষয়ে একটি রিট আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তিন মাসের জন্য ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন। ওই রিটে ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণের আবেদন করা হয়েছিল।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।