পাঁচবিবির আদিবাসি পল্লির লোকজন আকাশের নিচে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের উপর দিয়ে গত মঙ্গলবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কাঁশপুর গ্রামের আদিবাসি পল্লি। এতে আদিবাসি পল্লির শতাধিক লোকজন এখন খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন।
সরেজমিনে দেখা গেছে, কালবৈশাখীর তাণ্ডবে ঘরের টিনের চালা উড়ে গিয়ে গাছের মগডালে ঝুলে রয়েছে। এছাড়া গ্রামের ছোটবড় নানা আকারের গাছ উপরে ঘরের চালে পড়ায় বেশিরভাগ ঘর বিধ্বস্ত হয়েছে। পল্লির প্রফুল্ল মাহাতো, প্রাণ কুমার, ধন কুমার, বিমল কুমার, পবন চন্দ্র, স্বপন চন্দ্র, বিদু ভূষণ, সংকরী রানীসহ প্রায় ২০টি পরিবারের ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ায় তারা এখন না পারছে ঘর ঠিক করতে না পারছে দিনমজুরের কাজে যেতে। ফলে এসব পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে।
আদিবাসি পল্লির সদস্য প্রফুল্ল মাহাতো ও স্বপন চন্দ্র জানান, এখন পর্যন্ত কোন রূপ সরকারি সাহায্য-সহযোগিতা না পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালী ব্যক্তিদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন আল-ফারুক বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া আছে। তাছাড়াও আদিবাসি প্রতিনিধিরা আমার কাছে আসলে অবশ্যই সরকারি তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করার ব্যবস্থা করব।
এসএস/এমএএস/আরআই