কাজীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের কাজীপুরে পুকুরে ডুবে বায়েজিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের দক্ষিণ পাকইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সোনামুখী ইউনিয়নের দক্ষিণ পাকইপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে বাড়ির পাশেই খেলার সময় বায়েজিদ সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে পুকুরে বায়েজিদের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন শামীম তাকে মৃত ঘোষণা করেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি