মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০
মাদারীপুরের রাজৈরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রোববার রাতে ও সোমবার সকালে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাজৈরের হোসেনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হরিদাস বেপারী বিজয়ী হন। এ নিয়ে পরাজিত মেম্বার প্রার্থী রুহিদাস বালার সমর্থক ও বিজয়ী প্রার্থী হরিদাস বেপারীর সমর্থকদের মধ্যে রোববার রাতে ও সোমবার সকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম