টাঙ্গাইলে অস্ত্রসহ চরমপন্থী নেতা আটক


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৭ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলে বিদেশি অস্ত্রসহ রাসেল মিয়া (২১) নামে এক চরমপন্থী নেতাকে আটক করেছে র‌্যাব-১২। আটক রাসেল মিয়া সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সুমার আলীর ছেলে।

Rab

সোমবার র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কমান্ডার বীনা রাণী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে চরমপন্থী নেতা রাসেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯ রাউন্ড গুলিসহ একটি আমেরিকান পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলভার উদ্ধার করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।