চুয়াডাঙ্গায় ১৩০০ বোতল ফেনসিডিল আটক


প্রকাশিত: ০২:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়ক থেকে সোমবার রাত ১২ টার দিকে ১ হাজার ৩শ’ বোতল ফেনসিডিলসহ একটি করিমন আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে ফোর্স নিয়ে মাদক বিরোধী এক অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে করিমনের উপর ৬ টি মুখ বাঁধা সারের বস্তা রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরিত্যক্ত অবস্থায় থাকা করিমনের উপর রাখা বস্তার মুখ খুলে দেখতে পাই তার ভিতর ১৩০০ বোতল ফেনসিডিল রয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।