ঝড়ে নিখোঁজ তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ সাইদুল ইসলাম (২০) নামে এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীকোলা বাজার এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের হযরত আলীর ছেলে।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত সাইদুল নেশা করতেন। বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন।
শুক্রবার সকালে লক্ষ্মীকোলা বাজার এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থয় দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস