মানিকগঞ্জে রিকশাচালকদের ইউনিফর্ম


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২১ এপ্রিল ২০১৭

মানিকগঞ্জ পৌর এলাকার সব রিকশাচালককে এখন থেকে ইউনিফর্ম পরতে হবে। শহরের যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচারণ বন্ধে এই উদ্যোগ নিয়েছে পৌরসভা।

পৌরসভার পক্ষ থেকেই এ ইউনিফর্ম বিতরণ করা হবে। বৃহস্পতিবার পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ইউনিফর্ম বিতরণের আনুষ্ঠিানিক উদ্বোধন করেন।

পৌরসভা সূত্র জানায়, মানিকগঞ্জ পৌরসভার অর্ন্তভূক্ত রিকশার সংখ্যা ১ হাজার। কিন্তু প্রতিদিন বাইরে থেকে বিপুল সংখ্যাক রিকশা ঢুকে শহরে যানজটের সৃষ্টি করে। পাশাপাশি নির্ধারিত ভাড়ার চেয়ে তারা অতিরিক্ত আদায় করছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে রিকশাচালকদের বিবাদ হচ্ছে। কিন্তু পৌরসভার অর্ন্তভূক্ত না হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।

পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার জাগো নিউজকে জানান, নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করেই মেয়র গাজী কামরুল হুদা সেলিম এই উদ্যোগ গ্রহণ করেছেন।

পৌর রিকশা-ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভেটকু পৌরসভার ইউনিফর্ম বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাগো নিউজকে তিনি বলেন, রাত হলে বাইরের রিকশাচালকরা যাত্রী নিয়ে যেতে চায় না। ইউনিফর্মধারী রিকশাচালকরা নির্ধারিত ভাড়া নেবেন ও যাত্রী যেখানে যেতে চান সেখানে নামিয়ে দেবেন। বেশি ভাড়া দাবি এবং যাত্রীদের সঙ্গে অসদাচারণ করলে পৌরসভা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম জাগো নিউজকে জানান, প্রথম অবস্থায় ৫০০ রিকশাচালককে ইউনিফর্ম দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে বাকিদেরও ইউনিফর্ম সরবরাহ করা হবে।

তিনি বলেন, ইউনিফর্মধারী কোন রিকশাচালক অতিরিক্তি ভাড়া দাবি করলে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হবে।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।