স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২১ এপ্রিল ২০১৭

মাদারীপুরে ৮ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি খোকা শিকদার (২৫) ও তার সহযোগী এলাহী হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শুক্রবার ভোরে কালকিনি উপজেলার মোল্লারহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ১২ মার্চ কালকিনির রমজানপুরের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত একটি ভবনে আটকে গণধর্ষণ করে খোকা শিকদারসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ১৬ মার্চ কালকিনি থানায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি গণর্ধষণ মামলা করেন।

র‌্যাব-৮ জানায়, ঢাকা থেকে লঞ্চে করে মাদারীপুরে আসছিল গণধর্ষণ মামলার ওই দুই আসামি। এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার মোল্লারহাট এলাকায় লঞ্চটি থামালে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে আলাদা দুটি কেবিন থেকে খোকা শিকদার ও এলাহী হাওলাদারকে গ্রেফতার করা হয়।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।