ভোলায় হরিণের মাংসসহ আটক ৫


প্রকাশিত: ১১:০৮ এএম, ২২ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিন উপজেলার গুড়িন্দা বাজার থেকে হরিণের ২০ কেজি মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক জব্ধ করা হয়েছে।

আটকরা হলেন বোরহানউদ্দিন উপজেলার আলতাজের রহমান চৌধুরীর ছেলে নেজামুল হক চৌধুরী, হাসান চৌধুরী, নুরে আলম চৌধুরী, এম হোসেন চৌধুরী, লক্ষ্মীপুর জেলার মো. শরীফ।

শনিবার সকালে মনপুরা ও তজুমদ্দিন উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীর মোহনায় অবস্থিত পাতার চর বন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে ফিরছিলেন তারা। এ সময় তাদের আটক করা হয়।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মল্লিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হরিণ শিকারের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। শিকারিরা ঝড় বৃষ্টির মধ্যে বনে প্রবেশ করে হরিণ নিধন করেন। এদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাদের লাইসন্সেকৃত বন্দুকটি জব্ধ করা হয়েছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।