জোয়ারের পানিতে ভাসছে মনপুরা


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০১৭

টানা বৃষ্টির সঙ্গে ভোলার মনপুরা উপকূলে হানা দিয়েছে জোয়ারের পানি। এতে উপজেলার কয়েকটি ইউনিয়ন পানিতে ভাসছে। সেইসঙ্গে আশপাশের ফসলি জমির কৃষি ডুবে গেছে।

শনিবার তিন কিলোমিটার বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলসহ মাছ ও কাঁকড়ার ঘের প্লাবিত হয়। এতে কোটি টাকার ক্ষতি। কৃষকের পাশাপাশি মাছ চাষিরা দিশেহারা হয়ে পড়েছে।

মনপুরা ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর বলেন, বৃষ্টি ও জোয়ারের পানিতে পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। শতাধিক ঘেরের মাছ ও কাঁকড়া পানিতে ভেসে গেছে।

মৎস্য ও কেকঁড়া চাষিরা জানান, টানা বৃষ্টির পানিতে কোনোমতে ঘেরের মাছ ও কাঁকড়া রক্ষা করতে পারলেও শনিবার জোয়ারের পানিতে সব ভেসে গেছে। এতে প্রায় কোটি ক্ষতি হয়েছে।

এদিকে জেলা আবহাওয়া অফিসূত্রে জানা যায়, গত কয়েকদিনে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মেঘনার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে।

শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার মনপুরা ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাশে তিন কিলোমিটার বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। এছাড়া হাজিরহাট ইউনিয়নের সোনারচর, দাসেরহাট গ্রামে বেড়িবাঁধ না থাকায় প্লাবিত হয়।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী কাউসার হোসেন বলেন, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের তিন কিলোমিটার বেড়িবাঁধের পুনঃনির্মাণের জন্য এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। বেড়িবাঁধ নির্মাণ হলে জোয়ারের পানি থেকে রক্ষা পাবে উপকূলবাসী এমনটাই দাবি তার।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।