ঝিনাইগাতীতে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৯ এপ্রিল ২০১৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সালদা নয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হালেমা বেগম (৫০) ওই গ্রামের আব্দুস সামাদের মেয়ে।

বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝিনাইগাতীর সালদা নয়াপাড়া গ্রামের হালিমার লাশ বাড়ির পাশের একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের চাচা ওমর ফারুক জানান, মঙ্গলবার বিকেলে ধান রাখার বড় ডোল কেনার জন্য হালিমা পাশ্ববর্তী গোপালখিলা গ্রামে যায়। তারপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি জানান, ঝিনাইগাতীর মালিঝিকান্দা এলাকায় স্বামীর বাড়ি হলেও স্বামী ময়না মিয়া প্রায় ৮ বছর আগে মারা যাওয়ার পর থেকেই দুই সন্তানের জননী হালিমা সালদা নয়াপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে ঢাকায় শ্রমিকের কাজ করে।

ঝিনাইগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত হালিমার চোখে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।