নাটোরে দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম
নাটোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হালসা ফুলসড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু সাইদ (৩১) এবং নলডাঙ্গা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা (৩৬)। তাদের গুরুতর আহতাবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, রোববার বিকেলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে হালসা ইউনিয়নের পারহালসা জহুরুল ইসলামের বাড়ির পাশে নির্মিত ব্রিজের ঢালাই কাজ দেখে মোটরসাইকেলযোগে নাটোরে ফিরছিলেন তারা।
এ সময় ফুলসড়র এলাকার আবুল খায়ের কলেজের সামনে একটি মোটরসাইকেলে তিন যুবক পেছন থেকে এসে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আবু সাইদের পিঠে এবং মাসুদ রানার ডান হাতে গুরুতর জখম হয়েছে।
পরে খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আরিফ মোহাম্মাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা।
সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, শহীদ মিয়াজি কনস্ট্রাকশনের ঠিকাদার যুবলীগ নেতা মিলন হোসেনের ব্রিজের ঢালাই কাজ দেখে অফিসে ফিরছিলেন দুই প্রকৌশলী। এ সময় তিনজন দুর্বৃত্তরা তাদের পথরোধ করে কুপিয়ে চলে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আরিফ মোহাম্মাদ বলেন, কী কারণে তাদের কুপিয়ে জখম করা হয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম