কালীগঞ্জে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানি সাশ্রয় প্রযুক্তির উপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আইএফডিসির আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় বেজপাড়া গ্রামে এ দিবস অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সস্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. নাসির উদ্দীন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোজাফফর রহমান, আইএফডিসির কৃষি বিশেষজ্ঞ ড. সালেহ আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঝিনাইদহ জেলার উপ-পরিচালক শাহ মো. আকরামুল হক, নেপাল থেকে আগত আইএফডিসির ডেপুটি চিফ অব পার্টি ড. ইয়াম।

কৃষি উৎপাদনশীলতা ত্বরান্বিতকরণ প্রকল্পের আওতায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে কীভাবে পানি সাশ্রয়ের মাধ্যমে জমিতে অধিক ফসল উৎপাদন করা যায় তার উপর কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিদুল ইসলাম।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।