জয়পুরহাটে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা


প্রকাশিত: ০৫:১২ এএম, ৩০ এপ্রিল ২০১৫

এ বছর জয়পুরহাট জেলায় ভুট্টার আবাদ বেড়েছে। ফলে চাষিরা চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন আশা করছেন। তাই তাদের মধ্যে খুশির আমেজ দেখা যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় এ বছর ৫শ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ৩৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ সম্পন্ন হয়েছে এবং কিছু কিছু  জমিতে আগাম ফলনে ভুট্টাও ধরতে শুরু করেছে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এ জেড এম সাব্বির ইবনে জাহান জানান, জেলার সদর উপজেলায় ১শ হেক্টর, পাঁচবিবিতে ৩শ হেক্টর ও আক্কেলপুর উপজেলায় ১শ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।