কালকিনিতে ভারী বর্ষণে ফসলি জমির ক্ষতি


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৫ এপ্রিল ২০১৭

গত কয়েক দিনের ভারী বর্ষণে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে রবি শস্যের ও প্রচুর ক্ষতি হয়েছে জানায় স্থানীয়রা।

এতে করে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন। তবে উপজেলা কৃষি অফিস দাবি করেছে, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বরো ধানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না।

এলাকা ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা গেছে, উপজেলার সমিতির হাট, আলীনগরসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চলে ভারী বর্ষণের কারণে জমির পাকা ধান, পাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ওই সকল ফসলি জমির বেশি অংশ পানিতে তলিয়ে রয়েছে। এতে করে স্থানীয় কৃষকরা পড়েছেন বিপদে।

এ নিয়ে কৃষক জলিল ও আলেপ হোসেন বলেন, আমাগো ফসলি জমিতে যে পরিমাণ বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে তা আমরা কি দিয়ে পুষিয়ে নেব।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বৃষ্টিতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ধানের গোড়ায় কিছু-কিছু পানি জমেছে। সামনে সব ঠিক হয়ে যাবে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।