দ.আফ্রিকায় চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমিনুল ইসলাম (৩৫) নামে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় নিজ দোকানেই সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেন। নিহত আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মো. আজাহার আলীর ছেলে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, তার ছোট ভাই আমিনুল ইসলাম ২০০৫ সালের মার্চ মাসে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যায়। সেখানে আমিনুল ইসলাম একটি মুদিখানার দোকান চালাতো।

তিনি আরও জানান, মোট আট ভাই-বোনের মেধ্যে আমিনুল সবার ছোট। সে দক্ষিণ আফ্রিকাতেই বিয়ে করে সংসার গড়ে তোলে। তাদের সংসারে তিন মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

এদিকে ছেলের মৃত্যুর খবরে বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন। তারা বাক শক্তি হারিয়ে ফেলেছেন। পরিবারের দাবি সরকারের মাধ্যমে দ্রুত নিহত আমিনুলের মরদেহ দেশে আনা হোক।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।