কবিগুরুর স্বপ্নের পতিসরে পাঠাগার যুক্ত হবে : সংস্কৃতিমন্ত্রী
বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কিত সকল রচনা সংরক্ষণের কথা উল্লেখ করে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কবিগুরুর স্বপ্নের পতিসরে একটি পাঠাগার যুক্ত করা হবে। পাশাপাশি বাংলা সাহিত্যের যে সম্পদ আছে সেগুলো আমরা এখানে সংরক্ষণ করব।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের ব্যবহৃত যেসব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমরা ফিরে পেতে চাই। এতে সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের যেসব ব্যবস্থা আছে সে বিষয়টি আমরা অবশ্যই দেখব।
আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আয়োজিত সভায় বুধবার দুপুরে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
আসাদুজ্জামান নূর বলেন, পতিসর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রবীন্দ্রনাথের জমিদারি ছিল। তিনি এখানে কৃষি নিয়ে অনেক গবেষণা করেছেন। তার সন্তানকে নিয়ে এখানে আধুনিক কৃষিব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন। কৃষকদের জন্য ক্ষুদ্রঋণ প্রবর্তন করেছিলেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথ শুধু আমাদের নয়। তিনি সারা বিশ্বের। পতিসরে রবীন্দ্রনাথে যা কিছু আছে তা নিয়ে সার্বিক প্রকল্প প্রণয়ন করতে চাই। যাতে মানুষ রবীন্দ্রনাথকে আবিষ্কার, অনুভব ও উপলদ্ধি করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. ইব্রাহিম হোসেন ও প্রত্নতত্ত্ব অধিদফতরের পরিচালক আলতাফ হোসেন, নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, পুলিশ সুপার মোজাম্মেল হক, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারী। এর আগে পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন মন্ত্রী।
আব্বাস আলী/এএম/এমএস