ইসলামি শাসনতন্ত্র আন্দোলন কমিটির নেতা আটক


প্রকাশিত: ০৮:০১ এএম, ২৭ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও মসজিদে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেয়ায় ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নাটোর জেলা শাখার সভাপতি আজিজার রহমান খান ওরফে আমেল খান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের কানাইখালী এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই মামলার বাদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব জানান, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যেখানে সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে মসজিদে উসকানিমূলক বক্তব্য দেন ইসলামি শাষনতন্ত্র আন্দোলনের নাটোর জেলা শাখার সভাপতি আমেল খান চৌধুরী। এ ঘটনায় তিনি (রুহুল আমীন) বিপ্লব বাদী হয়ে বুধবার নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মামলার প্রেক্ষিতে গত রাতেই শহরের কানাইখালী এলাকার তার নিজবাড়িতে অভিযান চালিয়ে আমেল খান চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।