৫ দিন পর দেশে ফিরলেন এরশাদ


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

পাঁচ সদস্যের দল নিয়ে ভারত সফর শেষে পাঁচদিন পর দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিনি দেশে প্রবেশ করেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, এ সফরটি ছিল পারিবারিক।

তিনি আরও বলেন, তিস্তা নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়নি। আমাদের এক দফা এক দাবি শুধু তিস্তার পানি চাই। ঢাকায় গিয়ে ৩৪টি দল নিয়ে আগামী নির্বাচনের জোট ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

বুড়িমারী জিরোপয়েন্টে জাপা চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন আসিফ, কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক রোকন উদ্দিন আহম্মেদ বাবুল ও হাতীবান্ধা উপজেলা জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমজি মোস্তফা।

পরে বুড়িমারী জিরোপয়েন্ট হয়ে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের পাশে ‘অবসর’ রেস্ট হাউজে যাত্রাবিরতির পর বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন এরশাদ।

রবিউল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।