শরীয়তপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

শরীয়তপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার দক্ষিণ চরসন্ধি গ্রামের কাজী বাড়ির মসজিদের সামন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ডামুড্যা উপজেলার চর ধানকাঠি গ্রামের মৃত আব্দুল মজিদ কাজীর ছেলে ফারুক কাজী (৩৫) ও শর্শা গ্রামের কাশেম খানের ছেলে লিটন খান (২০)।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দক্ষিণ চরসন্ধি গ্রামে অভিযান চালায়।

তখন ২৫০ পিস ইয়াবাসহ  ফারুক ও লিটনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলেও জানান তিনি।

মো. ছগির হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।