১৫ পরিবারের চলাচলের পথ বন্ধ করল প্রভাবশালীরা


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর বৈরাতি গ্রামে ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাশালীরা। ফলে গত তিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগী ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বাঁশের বেড়ার ফাঁক গলিয়ে কোনো রকম যাতায়াত করছে। তবে কেউ কেউ আবার প্রভাবশালীদের ভয়ে ওই বেড়া এড়িয়ে ফসলের খেত ধরে যাতায়াত করছে।

জানা গেছে, উপজেলার হাজির হাটের দক্ষিণ পাশে চর বৈরতি গ্রামের একাংশে প্রায় ১৫ টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সেখানে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য কিছুদিন আগে মাটি ফেলে গ্রামবাসীরা।

এতে স্থানীয় প্রভাবশালী মজিদ, তার বোনজামাই মোন্নাফসহ পরিবারের লোকজন তাদের জমি থেকে মাটি কাটার অভিযোগে গত মঙ্গলবার সকালে রাস্তার একাংশে বাঁশের বেড়া দেয়।

স্থানীয় স্কুলছাত্র জাহেদুল, শহিদুল ইসলামসহ অনেকে বলে, বাঁশের বেড়ার কারণে আমরা তিন দিন ধরে স্বাভাবিক চলাফেরা করতে পারছি না। অথচ কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে না।

স্থানীয় বড় মটুকপুর উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, রাস্তা বন্ধ করার কারণে ভুট্টা খেত হয়ে স্কুলে যেতে তাদের ভয় লাগে। তাই অনেকেই স্কুলে যেতে পারছে না বলে জানায় তারা।

মৃত শমসের আলীর ছেলে প্রভাবশালী আব্দুল মজিদ অবশ্য রাস্তাটি খাস জমিতে আছে স্বীকার করে বলেন বাঁশের বেড়া দেয়ার পাশাপাশি রাস্তার কিছু অংশ কেটে ফেলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, আগামীকাল ওই এলাকায় গিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আলম। তার ভাষ্য মতে, ঘটনাস্থলে লোক পাঠিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রবিউল হাসান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।