গোপন মিটিংয়ের সময় গ্রেফতার ১৫


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০১ মে ২০১৫

গোপন মিটিং করার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জামায়াত আমীর ইউনুস আলীসহ ১৫ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ ইসলামী একাডেমির অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এম ময়নুল ইসলাম জাগো নিউজকে জানান, বিকেলে শিবগঞ্জ ইসলামী একাডেমিতে জামায়াতের নেতারা একত্রিত হয়ে গোপন মিটিং করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে সেখান থেকে ১৫ জনকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলী, নায়েবে আমির মনিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেফাউল মুলকসহ ১৫ জন।

এদিকে পৌর জামায়াতের আমির গোলাম আজম জানান, সংগঠনের মাসিক মিটিংয়ের সময় পুলিশ তাদের দলের ১৫জন নেতাকে গ্রেফতার করেছে।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।